Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

NEET পরীক্ষার্থীদের সুখবর,শনিবার লকডাউন প্রত্যাহার করে নিল নবান্ন, টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর :Good news for NEET candidates Nabanna withdrew Saturday's lockdown, the chief minister announced in a tweet

NEET পরীক্ষার্থীদের সুখবর শনিবারের লকডাউন প্রত্যাহার করে নিল নবান্ন, টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর


রবিবার নিট পরীক্ষায় বসবেন রাজ্যের ৩৭ হাজার ছাত্রছাত্রী। তার আগে দুই দিন ১১ তারিখ শুক্রবার ও ১২ তারিখ শনিবার রাজ্য জুড়ে লকডাউন হওয়ার কথা ছিল।



   
কিন্তু আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ১২ তারিখ লকডাউন হবে না তা প্রত্যাহার করে নেওয়া হল।করোনা পরিস্থিতিতে এখনও সচল হয়নি রাজ্যের পরিবহণ ব্যবস্থা। এই পরিস্থিতিতে কীভাবে NEET এবং JEE পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন, তা নিয়ে সংশয় ছিল। তাই বাংলা-সহ ছ’টি রাজ্য চূড়ান্ত বিরোধিতা করে। NEET, JEE পরীক্ষা হবে বলেই জানিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট সূচি অনুযায়ী হয়েছে JEE পরীক্ষা। এবার পালা NEET’র। আগামী ১৩ সেপ্টেম্বর সেই পরীক্ষা হতে চলেছে।




Post a Comment

0 Comments