Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ধোনির অবসরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর চিঠি | PM's letter on Dhoni's retirement

 ধোনির অবসরকে কেন্দ্র করে  প্রধানমন্ত্রীর চিঠি 



আন্তর্জাতিক ক্রিকেট  থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর মেনে নিতে পারেননি ক্রিকেট মহলের অনেকেই৷ আর অবসরের ঠিক পাঁচদিনের মধ্যে তাঁর কাছে পৌঁছে গেল প্রধানমন্ত্রীর চিঠি ।

বৃহস্পতিবার প্রাক্তন অধিনায়ক ধোনিকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী একটি দীর্ঘ বার্তাও  পোস্ট করেন সোশ্যাল সাইটে ধোনির উদ্দেশ্যে।

ধোনিকে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ইতিহাস, মাঠে তাঁর কৃতিত্ব এবং ভারত ও বিশ্বের খেলাধুলার জন্য তাঁর অবদানের প্রশংসা করে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেন, ‘আপনার প্রভাব ও শক্তি মূল্যায়নের সঠিক উপায় নিজেই একটি বিশাল বিস্ময়!’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনার ব্যক্তিত্ব ও উত্থান কোটি কোটি তরুণকে শক্তি ও অনুপ্রেরণা জোগায়। যাঁরা আপনার মতো স্কুল বা কলেজে পড়েননি বা কোনও নামকরা পরিবারেরও নয় তবে নিজেকে আলাদা করার প্রতিভা রয়েছে, তাঁরা আপনাকে পুজো করেন।’
এরপর প্রধানমন্ত্রী তাঁর চিঠি তুলে ধরে, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইক্রো ব্লগিং সাইটে লেখেন, ‘একজন শিল্পী, সৈনিক এবং ক্রীড়াবিদের জন্য এটা যেমন প্রশংসার বিষয় তেমন এর কঠোর পরিশ্রম এবং ত্যাগের বিষয়টি সবার কাছে অন্যতম উপলব্ধি৷ আপনার এই প্রশংসা ও শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ৷’


Post a Comment

0 Comments