Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আজ কৌশিকী আমাবস্যয় ভক্তের আগমন ছাড়ায় তারপীঠে মায়ের পুজো

আজ কৌশিকী আমাবস্যয় ভক্তের আগমন ছাড়ায় তারপীঠে মায়ের পুজো। 



কৌশিকী অমাবস্যায় মা তারার মহাপুজো থেকে এবার বঞ্চিত অনেক ভক্ত প্রাণ মানুষ। করোনা আবহে পুজো হবে কিন্তু অন্যান্যবারের মতো জাঁকজমক হবে না। দূরত্ব বিধি মেনে পুরোহিত এবং তার সাহায্যকারীরা পুজো সম্পন্ন করবেন। তবে এই পুজোকে কেন্দ্র করে প্রায় ৮ - ৯ হাজার মানুষের মধ্যে যে ভোগ প্রসাদ বিতরণ করা হতো তা এবার বন্ধ রাখা হোয়েছে।

কৌশিকী বা ভাদ্রপদ অমাবস্যায় ভক্তরা আসেন তারাপীঠে। কথায় আছে এদিনই শ্বেত শিমুলতলায় সিদ্ধিলাভ করেছিলেন মহা সাধক বামাক্ষ্যাপা।  কিন্তু করোনা আবহে এবার বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরে ভক্তদেএ আগমন। 



পুজো কমিটির পক্ষ থেকে  জানিয়েছেন  এই পুজোকে কেন্দ্র করে পরের দিন হাজার হাজার মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হতো। কিন্তু এবার সে সব বন্ধ রাখা হয়েছে। এর ফলে বহু মানুষ সরাসরিভাবে যেমন পুজোয় অংশ নিতে পারছেন না তেমনি ভোগ প্রসাদ থেকেও বঞ্চিত হচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও সরকারি বিধি নিষেধ মেনে আমরা কোন রকমে শুধু পুজো করছি। মায়ের কাছে প্রার্থনা করছি এই মহামারী থেকে দেশ যেন মুক্ত হয়।

Post a Comment

2 Comments

  1. সব যেনো আবার ভালো হয়ে যায় ছি প্রার্থনা করি😔❤️

    ReplyDelete